যে কারণে নগরে হঠাৎ যানজট

সপ্তাহের প্রথম দিনে নগরজুড়ে হঠাৎ যানজটের কবলে পড়েছে সাধারণ মানুষ। তীব্র এ যানজটে নাকাল অফিসফেরতসহ বিভিন্ন কাজে বের হওয়া সাধারণ মানুষ।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট তৈরি হয়। এসময় মূল সড়ক থেকে আশপাশের অলিগলিতেও যানজট ছড়িয়ে পড়ে। অংসখ্য যানবাহন যানজটে আটকে পড়ে। এতে অসহায় হয়ে পড়েন যাত্রীরা।

সরেজমিন দেখা যায়, নগরের চকবাজার, বহদ্দারহাট, কাপাসগোলা, দিদার মার্কেট, মাছুয়া ঝর্ণা, সাবএরিয়া, আন্দরকিল্লা, বক্সিরহাট বিট, রহমতগঞ্জ, মোমিন রোড, চেরাগী পাহাড় ও জামালখান এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়।

আরও পড়ুন : ট্রাফিক পুলিশ না থাকায় সবাই ‘রাজা’—বাকলিয়া এক্সেস রোডের মুখে যানজট প্রতিদিন

রেডিসন ব্লুতে অনুষ্ঠান ও বিজয় মেলার কারণে এ যানজট হয়েছে বলে জানা গেছে।

এদিকে যানজটের কারণে বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে গণপরিবহণের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের জটলা তৈরি হয়। এসময় নারী যাত্রীরা পড়েন বিপাকে। গাড়ি না পেয়ে অনেকে হেঁটে গন্তব্যে ছুটে যান। আবার অনেকে মাঝপথে গাড়ি থেকে নেমে যান।

যাত্রীরা জানান, গত কয়েক সপ্তাহ ধরে যানজট ক্রমেই বাড়ছে। ট্রাফিক ব্যবস্থাপনা এখনও ঢিলেঢালা। স্বাভাবিক সময়ে সাধারণত সকালে অফিস সময়ে এবং বিকেলে অফিস ছুটির সময়ে যানজট লেগে থাকছে। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপপুলিশ কমিশনার(ট্রাফিক-দক্ষিণ) মো. মাহবুব আলম খান যানজটের কথা স্বীকার করে আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ রেডিসন ব্লুতে একটি অনুষ্ঠান ছিল এবং পাশে মেলা চলার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যরা সক্রিয় ছিল বলে জানান তিনি।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm