চট্টগ্রামে কারখানার কর্মকর্তা ঝেং কিং ঝিন (ZHENG QING ZHIN) নামের এক চায়না নাগরিকের কাছ থেকে ছিনতাই করা মুঠোফোন উদ্ধারসহ জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ইপিজেড থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইলসহ দুটি ছুরি উদ্ধার করা হয়।
এর আগে গত ৯ জুন রাতে বেপজা আবাসিক এলাকার প্রধান গেটের ভেতর এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : খোয়া যাওয়া ৩১ মুঠোফোন ফিরিয়ে দিল পুলিশ
গ্রেপ্তাররা হলেন— মো. হৃদয় (২৮), মো. ফেরদৌস (২৯) ও রাজু মজুমদার (৩২)। তারা তিনজন নগরের ইপিজেড থানা এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাত সাড়ে ৮টার দিকে নিউ এ্যারা ফ্যাশন বিডি নামক পোশাক কারখানার কর্মকর্তা ও চায়না নাগরিক ঝেং কিং ঝিন (ZHENG QING ZHIN) বাজার করতে বেপজা আবাসিক এলাকার প্রধান গেটের ভেতর প্রবেশ করার পর কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে ছুরির ভয় দেখিয়ে হুয়াওয়ে ব্র্যান্ডের নোভা-১৩ স্মার্টফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনার পরদিন ওই পোশাক কারখানার স্টোর কিপার রুবেল দাশ বাদী হয়ে মামলা করেন।
এ বিষয়ে ইপিডেজ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামির হোসেন জিয়া বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত তিনজনকে শনাক্ত করা হয়। এরপর আজ সকালে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরবি/আলোকিত চট্টগ্রাম