যেভাবে অপহরণকারীর ডেরা থেকে ফিরে এল স্কুলছাত্র

রাউজানে স্কুলে যাওয়ার পথে অপহরণ হয় মো. জিসান (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্র।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে রাউজান সরকারী কলেজ গেটের সামনে থেকে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তবে বুদ্ধির বলে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসে জিশান।

জানা যায়, রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র মো. জিশান। সে ফটিকছড়ি উপজেলার ছুরুত আলী মার্কেটের পাশে মোহাম্মদ আলী তালুকদার বাড়ির বাসিন্দা এবং রাউজান পৌরসদর মুন্সিরঘাটায় ভাড়াবাসায় বসবাসকারী মো. আবদুল মালেকের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে কলেজছাত্র খুন, পুলিশের গাড়ি আটকে অপহরণকারীকে পিটিয়ে মারল জনতা

বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে জিশান বাসা থেকে বের হয় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। এরপর রাউজান সরকারি কলেজ গেইট থেকে অটোরিকশায় উঠে। এসময় অটোরিকশার পেছনে দুজন ও সামনে চালকসহ দুজন বসা ছিল। গাড়িটি চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক হয়ে যাওযার সময় পূর্ব গহিরা টেকনিক্যাল স্কুল এন্ড বলেজের দিকে না গিয়ে সুলতানপুর বেরুলিয়া দিয়ে জগৎধর সড়ক হয়ে যেতে থাকে। এ সময় জিশান চালককে কাছে জানতে চায় ওইদিকে কেন যাচ্ছেন। ওই মুহূর্তে অটোরিকশার পেছনে বসা দুজন লোক জিশানের মুখ চেপে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে তার পরনে থাকা স্কুলের পোশাক ছিড়ে যায়।

এরপর থেকে জিশান আর কিছু বলতে পারে না। পরে জিশানকে নিয়ে অটোরিকশাটি হলদিয়া ভিলেজ রোড দিয়ে হলদিয়ায় নিয়ে যাওয়া হয়। গাড়িতে বসা জিশানের হঠাৎ জ্ঞান ফিরে এলে দেখতে পায় তার দুহাত বাঁধা ও গাড়ির দুদিক পর্দা দিয়ে ঢাকা। আশেপাশেও কেউ নেই। একপর্যায়ে সড়কের এক পাশে দাঁড় করে রাখা গাড়ি থেকে জিশান হাতের বাঁধন কামড়ে খুলে নেমে পড়ে । এসময় ওই সড়ক দিয়ে আসা একটি অটোরিকশাতে করে সে হলদিয়া আমির হাটে চলে আসে। এরপর রাউজান জলিলনগর বাস স্টেশনে তার ভাই হাসান ও আত্মীয় ব্যবসায়ী মো. আবছার হোসেনকে ঘটনার বিষয়ে জানায়।

এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, শিক্ষার্থী অপহরণ ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm