নগরে ৫০ হাজার ইয়াবাসহ মো. কালু (৪৬) নামের এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশ। এসময় একটি ট্রাক জব্দ করা হয়।
বুধবার (১২ জুলাই) রাত একটার দিকে কোতোয়ালী থানার ওমর আলী মার্কেটের আব্দুল মোমিনের চা-দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মো. কালু কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: কক্সবাজারে ফিল্মি স্টাইলে ছিনতাই—৪ জন ধরা খেলেও পালের গোদা অধরা
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) মুহাম্মদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদে কোতোয়ালী থানা এলাকার ওমর আলী মার্কেটের সামনে থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. কালুকে আটক করা হয়। এসময় তিনি একটি ট্রাক চালিয়ে আসছিলেন। তবে ট্রাকে কোনো মালামাল ছিল না। এছাড়া সঙ্গে থাকা আরেকজন পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
উপপুলিশ কমিশনার আরও বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে সংগ্রহ করে বেশি দামে বিক্রির জন্য ট্রাকে করে চট্টগ্রাম আনা হয়েছিল। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।
এনইউএস/আরবি