যুবলীগ নেতাকে খুন করে পালিয়ে যাওয়া সন্ত্রাসী নাছির ধরা, এলজি—কার্তুজ উদ্ধার

রাউজানে অস্ত্রসহ যুবলীগ নেতা নাছির হত্যা মামলার আসামি ইলিয়াছ ওরফে ইলুইয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ২টায় হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নজিরের বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ‘যুবলীগ নেতার’ ৩ অনুসারী ধরা খেল ওয়ালটনে চুরি করে

এদিকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার ইলিয়াছ হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত আবুল খায়েরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে ৯ জানুয়ারি সন্ধ্যায় হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে বাগানে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে ইলিয়াছসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা। ঘটনার তিন মাস পর ইলিয়াছ গ্রেপ্তার হলেও এক বছর পর তিনি জামিনে বেরিয়ে আসেন। এরপর ২০১৬ সালে হুমকি দিতে যুবলীগ নেতা নাছিরের বাড়িতে গেলে সেখানে অস্ত্রসহ ধরা পড়ে। এরপর ২০১৮ সালে কারামুক্ত হয়ে আত্মগোপনে চলে যায় ইলিয়াছ।

আরও পড়ুন: যুবলীগ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মামলা

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, অবৈধ অস্ত্র বিক্রির উদ্দেশ্যে এক যুবক নজিরের বাগানে অবস্থান করছে- এমন সংবাদে অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর আজ (শনিবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!