রাউজানে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে ফরিদ নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত সেটি জানা যায়নি।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াপাড়া পথেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ যুবদল নেতাকে স্থানীয়রা উদ্বার করে হাসপাতালে নিয়ে যান।
গুলিবিদ্ধ ফরিদ পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
আরও পড়ুন : চট্টগ্রামে অস্ত্র হাতে ওরা কারা—ঝরল ৩ প্রাণ
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে একদল অস্ত্রধারী যুবক এসে ফাঁকা গুলিবর্ষণ শুরু করে। এসময় গুলির শব্দে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে ঘটনাস্থলে থাকা যুবদল নেতা ফরিদ গুলিবিদ্ধ হন। এসময় অস্ত্রধারী যুবকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ফরিদকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
যোগাযোগ করা হলে রাউজান থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে কারা জড়িত সেটি তদন্ত করা হচ্ছে ।
এসএ/আরবি