সীতাকুণ্ডে অর্ধগলিত অজ্ঞাত (২৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের সমুদ্র উপকূল থেকে জোয়ারের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি দল গাউছিয়া কমিটির সহায়তায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে।ে
আরও পড়ুন: চাক্তাই খালে ভাসছিল যুবকের লাশ
এ বিষয়ে কুমিরা নৌ-পুলিশের এসআই চাঁন মিয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (মঙ্গলবার) বিকেলে সাগর উপকূলে ভেসে আসা অর্ধগলিত একটি লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক ধারণায় মনে হচ্ছে লাশটি ৪-৫ দিন আগের। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছর হতে পারে।
এসএস/আরবি