বুধপুরা বাজারে যুবকের রক্তাক্ত লাশ, খুনের মামলা হবে—বলল পুলিশ

পটিয়ায় সড়কের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনসা চৌমুহনীর বুধপুরা বাজার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম নূর আলম (৩৪)। তিনি পটিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন : বিদ্যুতের তার কাটতে গিয়ে মুহূর্তেই লাশ শিশু

সকাল ৯টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এসআই সঞ্জয়। তিনি বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা মামলা হবে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, মাথায় আঘাত পাওয়া রক্তাক্ত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm