চকরিয়ায় মরিচ খেতে যুবকের রক্তাক্ত লাশ

চকরিয়ার একটি মরিচ খেত থেকে বেলাল উদ্দীন (৪০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বিএমচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় বেতুয়াবাজার ব্রিজের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে খেতে কাজ করার সময় লাশ দেখে পুলিশকে খবর দেন এক কৃষক।

নিহত বেলাল উদ্দীন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আনিসপাড়ার মফজল আহমেদের ছেলে। তিনি লেগুনা গাড়ি চালাতেন।

আরও পড়ুন: বুধপুরা বাজারে যুবকের রক্তাক্ত লাশ, খুনের মামলা হবে—বলল পুলিশ

এ বিষয়ে বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (বুধবার) সকাল ১০টায় কৃষকরা মরিচ খেতে বেলালের লাশ দেখে মাতামুহুরী তদন্তকেন্দ্রে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের মাথায়, হাতে ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের পরিবার এখনও থানায় অভিযোগ করেনি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm