যুবকের কাছে সাদা পলিব্যাগে মোড়ানো ‘ভয়ঙ্কর মাদক’ আইস

নগরে ‘ভয়ঙ্কর’ মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও মরণনেশা ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৪ জুলাই) কোতোয়ালী থানার ব্রিজঘাটের হোটেল নেভাল আবাসিকের সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ ২ নম্বর টিম। এ সময় তাদের কাছ থেকে ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন মো. জালাল আহাম্মদ (৪৩), মো. ফারুক (৩০) ও মো. তালাল (৩৫)।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সালাম কবিরের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. আরিফ হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. মঈনুর রহমানের নেতৃত্বে ২ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা পুলিশ জানায়, জালালের কাছ থেকে থেকে কাগজে মোড়ানো একটি সাদা রঙের পলিব্যাগে মোড়ানো ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। আনোয়ারা থেকে ইয়াবা এনে বিক্রির উদ্দেশ্যে অবস্থানের সময় ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয় ফারুক ও জালালের কাছ থেকে ।

উদ্ধারকৃত মাদক আইসের বাজারমূল্য আনুমানিক ৮ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm