নগরের সদরঘাট এলাকায় অভিযানে দেশি-বিদেশি মদ ও এবং বিদেশি ওষুধসহ ৪ যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) দুপুর ৩টার দিকে পোস্ট অফিস গলি এলাকা থেকে তাদের আটক করে সদরঘাট থানা পুলিশ।
আটকরা হলেন- উৎপল চৌধুরী (৩৫), মো. মামুন (২৮), মো. তারেক (২৬) ও মো. ফারুক (৩০)।
পুলিশ জানায়, আটকেরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি মদ ও ওষুধ বিক্রির সঙ্গে জড়িত।
আরও পড়ুন: নদী দিয়ে পাহাড়ি মদ নিয়ে যাচ্ছিল ২ যুবক, খবর পেয়ে ধরল পুলিশ
যোগাযোগ করা হলে অভিযান পরিচালনাকারী সদরঘাট থানার এসআাই মো. নুর হোসেন জানান, শনিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানার পোস্ট অফিস গলি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১০ লিটার দেশি ও ৮ লিটার বিদেশি মদ এবং বিভিন্ন বিদেশি ওষুধসহ উৎপল চৌধুরী (৩৫), মো. মামুন (২৮), মো. তারেক (২৬) ও মো. ফারুককে (৩০) আটক করা হয়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরবি