রাউজানে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. ইমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক আরোহী আহত হয়েছেন।
রোববার (২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই সড়কের বাগোয়ান ইউনিয়নের ধরেরটেক গঙ্গা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে ।
নিহত ইমন উপজেলা পশ্চিম গুজরা মগদাই ৬ নম্বর ওয়ার্ডের মনসুর আলী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। আহত মো. সামির (১৮) একই এলাকার মো. মুসার ছেলে।
আরও পড়ুন : সীতাকুণ্ডে যুবককে পিষে মারল লরি
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা ১২টার দিকে যাত্রীবাহী বাস হানিফ (ঢাকা-মেট্রো-ব ১৪-১৪১২) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এময় ঘটনাস্থলে একজন নিহত এবং একজন আহত হন। পর দুজনকে উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আরিফ আলোকিত চট্টগ্রামকে বলেন, হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/আরবি


