যুবককে পিটিয়ে খুন—২৮ বছরের মামলার সমাপ্তি ৬ জনের যাবজ্জীবনে

দীর্ঘ ২৮ বছর পর বাঁশখালীর হাসান আহমদকে (২২) পিটিয়ে হত্যার মামলার রায় হয়েছে। রায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) চট্টগ্রাম ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ মো. সাইফুর রহমান মজুমদার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দিল মোহাম্মদ, নজরুল ইসলাম, কবির আহমদ, মোহাম্মদ আলী প্রকাশ লাল মোহাম্মদ, হারুনুর রশিদ এবং দুলা মিয়া। আসামিরা বাঁশখালী পূর্ব বড়ঘোনা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : চুরি করতে গিয়ে দোকান মালিককে খুন করেছিল শাহ আলম

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. দেলোয়ার হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ১২ জনের স্বাক্ষ্যের ভিত্তিতে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ১৯৯৪ সালের ৩০ এপ্রিল চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

Yakub Group

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২২ অক্টোবর পারিবারিক কলহের জেরে হাসান আহমদকে ঘর থেকে বের করে পিটিয়ে খুন করা হয়। ঘটনার পরদিন মো. জানে আলম বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনকে আসামি করা হয়। দণ্ডপ্রাপ্তরা ছাড়া বাকি আসামিরা হলেন- দেলাল আহমদ, সাবিবর আহমদ, সাবের আহমদ, মায়মুনুর রশিদ, ওসমান আলী ও দলিলুর প্রকাশ দলিল মোহাম্মদ। আসামিদের মধ্যে ৬ জন মারা গেছেন। বাকি ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।