‘মৎস্য পদক’ পাচ্ছেন ফজলে করিম চৌধুরী

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় বিশেষ অবদানের জন্য ‘মৎস্য পদক’ পাচ্ছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

ঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে ‘মৎস পদক ২০২১’ প্রদান করা হবে বলে জানান রাউজান উপজেলা মৎস্য অফিসার পিযুষ প্রভাকর।

আরও পড়ুন: ফারাজের ‘মানবিকতায়’ ৫০ লাখ টাকার ওষুধ গেল ফিলিস্তিনে

রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী হালদায় মা মাছ রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ, যান্ত্রিক নৌযান ধ্বংসসহ বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পদকের জন্য মনোনীত হওয়ায় ফজলে করিম চৌধুরীকে অভিনন্দন জানান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম এবং সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!