ম্যাসেজ পড়েও ‘আনসিন’ দেখাতে হোয়াটসঅ্যাপে যা করতে হবে

বিশ্বের অসংখ্য মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। এখানে বার্তা আদান-প্রদানের সঙ্গে অডিও এবং ভিডিও কলে কথা বলার সুবিধা রয়েছে।

এখানে কোনো গ্রাহক ম্যাসেজ পড়লে লেখার পাশে থাকা টিক চিহ্ন নীল (ব্লু টিক) হয়ে যায়। এতে যিনি ম্যাসেজ পেয়েছেন তিনি পড়েছেন কিনা তা জানা যায়।

আরও পড়ুন : ফেসবুক—৬ ঘণ্টায় ৬০০ কোটি ডলার খোয়ালেন জাকারবার্গ

এটি নিয়ে অনেকে অস্বস্তিতে ভোগেন। অনেকে চান, ম্যাসেজ দেখেও উত্তর না দিতে। তাদের এই অস্বস্তি এখন দূর হবে ছোট্ট এক পদ্ধতিতে।

প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংয়ে যেতে হবে। এরপর অ্যাকাউন্টে প্রবেশ করে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। রিড রেসিপিয়েন্টসে গিয়ে টুগল অফ করতে হবে। আর এতেই হয়ে যাবে ‘ব্লু টিক’ অফ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!