লোহাগাড়ায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পূর্ব বাইয়েরপাড়া এলাকায় এক্সিকিউটিভ ম্যাটিজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।
এদিকে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে যন্ত্রপাতি নিয়ে আগেভাগেই পালিয়ে যায় বালু অবৈধ উত্তোলনকারীরা। এ সময় কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুন: সুইট কিং—রুবি মিষ্টিতে ইঁদুর তেলাপোকা, ম্যাজিস্ট্রেটের হানা
যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় । দুর্গম পথ হওয়ায় পৌঁছার আগেই বালু উত্তোলনকারীরা যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়। এ সময় দুটি স্পটে তুলে রাখা প্রায় ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করে লাল পতাকা টাঙানো হয়েছে।
পরিবেশ বিপন্নকারী সব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সাত্তার/আরবি