মৌসুমি ফল নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন করেছে নগর স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে নগরের দোস্ত বিল্ডিং চত্বরে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। এতে অর্ধসহস্র অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় নানা ধরনের মৌসুমি ফল।
স্বেচ্ছাসেবক লীগ নেতারা জানান, করোনা মহামারী কারণে অনেক অসহায় মানুষ মৌসুমি ফলের স্বাদ নিতে পারছেন না। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজাল রহমান বাবুর পরামর্শে এ আয়োজন করা হয়েছে।
নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিনের ব্যবস্থাপনায় ফ্রি মৌসুমি ফল বাজার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. এইচএম জিয়া উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনিবাহী সদস্য বোখারী আজম, নগর কমিটির সদস্য সাদেক হোসেন পাপ্পু, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জসীম উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, পংকজ রায়, নূর মোহাম্মদ, আব্দুল বাতেন, নাজমুল হুদা শিপন, এনামুল হক, আব্দুল মতিন, সাংবাদিক জসীম উদ্দিন সিদ্দিকি, মো. ইউনুস, শাহাদাত হোসেন রনি, আফতাব উদ্দিন ইমন, তারেক হাসান টুটুল, এসএম জাবেদ হোসেন, আব্দুল হান্নান চৌধুরী, অ্যাড. মীর শফিকুল কবির বিজন, মিঠু কুমার শীল, মইন উদ্দিন সানি, রাহুল দত্ত ও মো. মহসিন।
আলোকিত চট্টগ্রাম