মোবাইল নিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পর্যবেক্ষক—১৪ জনকে অব্যাহতি

লোহাগাড়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১৪ পর্যবেক্ষককে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র ও সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : এসএসসি—গণিতে ‘ভয়’ চট্টগ্রামের ১৬৯৭ পরীক্ষার্থীর!

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে গেলে উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৭ জন এবং দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ জনকে পরীক্ষা চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে দেখেন। পরে অভিযোগের পর কেন্দ্র সচিবরা ১৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, পর্যবেক্ষকরা পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে দায়িত্ব পালনের সুযোগ নেই। দায়িত্ব পালনকালে মোবাইল ফোন পাওয়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm