মোবাইল নিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পর্যবেক্ষক—১৪ জনকে অব্যাহতি

লোহাগাড়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১৪ পর্যবেক্ষককে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র ও সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : এসএসসি—গণিতে ‘ভয়’ চট্টগ্রামের ১৬৯৭ পরীক্ষার্থীর!

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে গেলে উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৭ জন এবং দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ জনকে পরীক্ষা চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে দেখেন। পরে অভিযোগের পর কেন্দ্র সচিবরা ১৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, পর্যবেক্ষকরা পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে দায়িত্ব পালনের সুযোগ নেই। দায়িত্ব পালনকালে মোবাইল ফোন পাওয়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Yakub Group

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!