মোবাইলে কথা বলে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত রফিকুল ইসলাম শান্ত (২৫) পেশায় রাজমিস্ত্রি।
আরও পড়ুন : ট্রেনের ছাদে চেপে ঘুরে বেড়ায় ৩ কিশোর, সোনার বাংলায় সর্বনাশ
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে লাকসাম রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা ট্রেন লাকসাম স্টেশন এলাকা অতিক্রম করছিল। এসময় শান্ত মোবাইলে কথা বলে রেললাইন পার হচ্ছিলেন। একপর্যায়ে পাহাড়িকা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি নিহত হন।
যোগাযোগ করা হলে লাকসাম রেলওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, মোবাইল হাতে রেললাইন পার হতে গিয়ে শান্ত নামের এক পথচারী ট্রেনের ধাক্কায় নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিএম/এসআর
মন্তব্য নেওয়া বন্ধ।