মোটরসাইকেল—মোবাইল ছিনতাই থেকে গরু চুরি, কিছুই বাদ রাখল না ডাকাত দল

চট্টগ্রামের কর্ণফুলীতে রাতের আঁধারে গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এসময় এক যুবককে বেঁধে রেখে তাঁর মোটরসাইকেল এবং মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।

বুধবার (৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ৯ নম্বর ওয়ার্ডের ডাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত দেড়টার দিকে ডাকপাড়া এলাকায় ডাকাতদল হানা দেয়। শুরুতে এলাকার এমরানের গোয়ালঘরে ঢুকে। এসময় মোস্তাফিজুর রহমান (৪০) নামে এক যুবক বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ডাকাতরা তাঁকে আটকে হাত-পা ও মুখ বেঁধে মোটরসাইকেল এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা মোস্তাফিজুরকে নির্জন জায়গায় বেঁধে রেখে এমরানের গোয়ালঘর থেকে প্রায় দুলাখ টাকা মূল্যের একটি গরু লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন : রাউজানে রাত হলেই উধাও হয়ে যায় গরু

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, আমি আত্মীয়ের বাড়িতে পরিবার নিয়ে বেড়াতে এসেছি। রাতে চাতরী চৌমুহনী বাজার থেকে ফেরার পথে ডাকাতরা হঠাৎ আক্রমণ করে। তাদের একজনের হাতে পিস্তল এবং বাকিদের কাছে চাপাতি ছিল। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

গরুর মালিক এমরান বলেন, আমার গোয়ালঘরে পাঁচটি গরু ছিল। সবচেয়ে বড় গরুটি ডাকাতরা নিয়ে গেছে। বাকি গরুগুলো নেওয়ার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) শাফিউল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, গরু চুরির ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm