মোটরসাইকেল চুরি করে জেলে যেতে হলো ২ যুবককে

সীতাকুণ্ডে চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার ((১৬ মার্চ) দুপুরে কুমিরা ইউনিয়নে অভিযান চালিয় তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন: চুরির মাল নিয়ে ধরা খেল যুবক—সঙ্গীদের খুঁজছে পুলিশ

আটকরা হলেন- গাইবান্ধা জেলার ১ নম্বর ইউনিয়ন মালিবাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে জয়নাল আবেদিন (৩০) ও কুমিরা ইউনিয়নের মধ্যমপাড়া ডাক্তার জাকির আহম্মদের ছেলে মো. সোলাইমান (২০)।

জানা গেছে, গত ১০ মার্চ কুমিরার জিপিএইচ ইস্পাত কারখানার লেবার মাঝি তোকাম্মেল হোসেনের (৪৫) বাসা থেকে টিভিএস মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়।

আরও পড়ুন: ঘুরে ঘুরে মোটরসাইকেল চুরি করে ৫ যু্বক, নম্বরপ্লেট খুলে পাল্টে ফেলে ইঞ্জিন—চেসিস

এ ঘটনায় ভুক্তভোগী গত ১৫ মার্চ সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের পর আজ (বুধবার) দুপুরে পুলিশ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুজনকে আটক করে ।

এ বিষয়ে জানতে চাইলে থানার উপপরিদর্শক মো. এমরান হোসেন বলেন, প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠান।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!