মোটরসাইকেল চুরি করেও পালাতে পারেনি ৩ চোর, যেভাবে ধরা খেল

মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার পথেরহাট বাজারের পশ্চিমে বাইকাস জোন দোকানের সামনে চোরাই গাড়ি বিক্রির সময় মনির (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাহেদুল ইসলাম সান (২০) ও মো. খোরশেদ আলম (৪২) নামের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার মনির রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের খোসাল তালুকদার বাড়ির মো. মোস্তাফার ছেলে। জাহেদুল রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হেডম্যানপাড়ার নাসিরের ছেলে এবং খোরশেদ সীতাকুণ্ড উপজেলার কান্দি ইউনিয়নে মিঠানালা উত্তর বালিয়াদী গ্রামের ওঞ্জির আলীর সেরাং বাড়ির মৃত মোজ আহাম্মদের ছেলে।

আরও পড়ুন: মোটরসাইকেলে PRESS স্টিকার লাগিয়ে যাত্রী বহন, চট্টগ্রামে র‌্যাবের হাতে আটক

রাউজান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াপাড়া পথেরহাট বাজার থেকে প্রথমে মনিরকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুই চোরকে দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন ও সহকারী উপপরিদর্শক ইকবাল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক তিনটি অভিযানে চোরাই মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!