আনোয়ারায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। গ্রেপ্তার করা হয়েছে ইকবাল হোসেন (৩৮) নামে চোরচক্রের এক সদস্যকেও।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে চকরিয়ার বদরখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইকবাল বদরখালী ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে। গত ৯ সেপ্টেম্বর আনোয়ারা সদরে মোটরসাইকেলটি চুরি হয়েছিল।
আরও পড়ুন:মোটরসাইকেলে ‘শকুনের চোখ’—চালকের গলা কেটে ছিনতাই
আনোয়ারা থানার উপপুলিশ পরিদর্শন আবুল ফারেজ জুয়েল জানান, ৯ সেপ্টেম্বর আনোয়ারা সদরের পূবালী ব্যাংকের পেছনে রশিদ ভবনের সিঁড়ির নিচ থেকে মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগের পর অভিযানে নামে পুলিশ। চকরিয়ার বদরখালী থেকে চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, চকরিয়ার বদরখালী এলাকা থেকে মোটরসাইকেলসহ চোরচক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ (বুধবার) জেলহাজতে পাঠানো হয়েছে।
ইমরান/আরবি