মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আবদুল মোতালেব নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোতালেব উপজেলার করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের হাজী খলিল বাড়ির আবদুল মান্নানের ছেলে।
আরও পড়ুন: স্কুলছাত্রীর লাশ পড়ে ছিল খাটে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুল মোতালেব মোটরসাইকেলে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মারাত্মক জখম হন আব্দুল মোতালেব। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মিরসরাই সদরের একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মিরসরাই থানার এসআই গোরাঙ্গ জানান, বাদামতলী এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আজিজ/আরবি