‘হার্ডব্রেক’—মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মিশুর মৃত্যু

মোটরসাইকেলের গতি সামলাতে ‘হার্ডব্রেক’ করেছিলেন গোলাম মুস্তফা মিশু (৩৪)। এ ব্রেকই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার সময় সাতকানিয়া-বাঁশখালী সড়কের এওচিয়ারটেক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিশু সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাঞ্চনা বখশীর খীল এলাকার কামাল পাশার ছেলে।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটতে পড়ে মারা গেল ছাত্র

মিশুর ফুফাত ভাই মো. ইউনুস বলেন, রোববার দুপুরে মিশু বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে সাতকানিয়া সদরে যাওয়ার জন্য বের হয়। পথে এওচিয়ারটেকের দক্ষিণ পাশে মাজারের সামনে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে সামনে একটি কলাবোঝাই ট্রলি আসে। সে বাইকে হার্ডব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সে রাস্তায় পড়ে গেলে মাথায় ও বুকে আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঞ্চনা ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী বলেন, আমার ইউনিয়নের বখশীরখীল এলাকার এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বলে জানতে পেরেছি। রাস্তার উপর রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।

সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার শেখ সাইফুল আলম মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দিদারুল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!