জামালখান সিঁড়ির গোড়া এলাকায় নন্দিতা দাশ নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
সোমবার (২৪ মে) শ্বশুর ও দুই মেয়েকে ছাদে হাঁটতে পাঠিয়ে নন্দিতা ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। তিনি এলাকার অচিন্ত কুমার হালদারের স্ত্রী।
তার স্বামী প্রকৌশলী অচিন্ত কুমার হালদারের সহকর্মী সজীব বলেন, সকালে অচিন্ত অফিসে যাওয়ার পর দুপুর ১১ টার দিকে দুই মেয়ে ও শ্বশুরকে ছাদে হাঁটতে পাঠিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ১ টার দিকে শ্বশুর ও দুই মেয়ে ঘরে এসে দেখেন নন্দিতা ফাঁসিতে ঝুলছেন।
নন্দিতার কোনো মানসিক রোগ বা পারিবারিক অশান্তি না থাকলেও কি কারণে আত্মহত্যা করেছেন- তা এখনো জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বলেন, নন্দিতা দাশ নামের এক গৃহিণীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তার লাশ মর্গে রয়েছে।
ডিসি