মেয়েকেই ধর্ষণ করল নরপিশাচ বাবা

বাড়িতে একা পেয়ে সৎ মেয়েকে ধর্ষণ করেছে তার বাবা। ঘটনাটি জানাজানির পর এলাকায় নিন্দার ঝড় উঠেছে।

রোববার (১৮ জুলাই) দুপুর ১টায় লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ওপিপোস্ট পাড়ায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরই মেয়েটির বাবা পলাতক আছেন।

অভিযুক্ত ওই বাবার নাম জুনাইদ প্রকাশ কালু (৩২)। তিনি লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুইজ্জাখোলা এলাকার জামাল হোসেনের ছেলে।

ধর্ষণের শিকার মেয়েটির বয়স ৯ বছর। সে রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ে।

ভিকটিমের মা বলেন, ‘আমি ও আমার মা সকাল সাড়ে ১০টায় সরকারি রিলিফের চাল আনার জন্য ইউনিয়ন পরিষদে যাই। সেখান থেকে দুপুর ১টায় ফিরে দেখি বাড়ির সামনে মানুষের ভিড়। ঘরে ঢুকে দেখতে পাই মেয়েকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। মেয়ে জানায় তার সৎ বাবা তাকে ধর্ষণ করেছে। এই কথা শুনে আমি দ্রুত মেয়েকে নিয়ে লামা হাসপাতালে নিয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর আমার স্বামী জুনাইদ তার বড় ভাই মো. ইসমাইলের সাথে পালিয়ে গেছে। ধর্ষণের শিকার মেয়েটি আমার প্রথম স্বামী শহীদুল ইসলামের মেয়ে। জুনাইদের সংসারে আমার দুই মেয়ে রয়েছে।’

লামা সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিবি ফাতেমা বলেন, ‘ধর্ষণের শিকার মেয়ে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এদিকে খবর পেয়ে লামা থানা পুলিশ হাসপাতালে গিয়ে মেয়েটির কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান হাসপাতালে বলেন, ‘ভিকটিমের কাছ থেকে তথ্য সংগ্রহণ করা হয়েছে। ধর্ষক বাবাকে আটক করতে পুলিশ মাঠে কাজ করছে।’

ইলিয়াস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm