মেরিন ড্রাইভে মোটরসাইকেলে লাশ কলেজছাত্র

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির নামে (১৭) এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে মেরিন ড্রাইভের ইনানী সমুদ্রসৈকত সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : রাঙ্গুনিয়ায় ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে লাশ যুবক

নিহত সাজিদ কবির টেকনাফের নয়াপাড়ার বাসিন্দা কক্সবাজারের সমবায় অফিসে কর্মরত কবির আহমদের ছেলে। সে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পাস করে বর্তমান ঢাকার মাইলস্টোন কলেজে পড়ছিল।

সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত সাজিদ নামে এক কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm