হাটহাজারীতে এক মেম্বারের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে ৮ পদ্মগোখরা সাপ!
বুধবার (২০ অক্টোবর) রাতে মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বালুরটাল এলাকার কালু গাজী চৌধুরীর বাড়ির মাহবুব মেম্বারের বসতঘর থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করে বন বিভাগ।
আরও পড়ুন: সাপের কামড়ে ‘ইউপি মেম্বারের’ মৃত্যু
এদিকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে পৌরসভার পশ্চিমে পাহাড়ের গহীন জঙ্গলে সাপের বাচ্চাগুলোকে অবমুক্ত করা হয়।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী জানান, মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার মাহবুব মেম্বারের বসতঘর থেকে ৮ পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে সাপগুলোকে পৌরসভার পশ্চিমে পাহাড়ের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।