মেডিকেল শিক্ষার্থীদের দিয়ে চট্টগ্রামে ফের শুরু করোনার টিকাদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দিয়ে চট্টগ্রামে ফের শুরু হয়েছে করোনার টিকাদান।

শনিবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের টিউটোরিয়াল কক্ষে টিকাদান কার্যক্রম শুরু হয়।

অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ চট্টগ্রামে অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও করোনার টিকা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ জুন) চীনের সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ করোনার টিকা চট্টগ্রামের আসে। টিকা প্রদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে নির্ধারণ করে স্বাস্থ্য বিভাগ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, আজ (শনিবার) সকাল থেকে করোনার টিকাদান কার্যক্রম আবারও শুরু হয়েছে। প্রথমদিনে শুধুমাত্র মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হলেও আগামীকাল রোববার থেকে সাধারণ মানুষের জন্য আরও দুটি বুথ বাড়ানো হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!