মৃত্যুতেও রেহাই পেল না দুই ডাক্তার, বদলির আদেশ দিল স্বাস্থ্য

মৃত্যুর পরও এসেছে বদলির আদেশ! এমনই ঘটনা ঘটেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বদলির আদেশে।

করোনা আক্রান্ত হয়ে দুই চিকিৎসক মারা গেলেও তাদের নামেও এসেছে বদলির আদেশ। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। চিকিৎসক নেতারা বলেছেন, এ আদেশ দুঃখজনক এবং দায়িত্বহীনতার দৃশ্য মাত্র।

জানা যায়, ডা.ফেরদৌস আরা বেগম, কোড নং- ৩৯৯১১। তিনি সহকারী অধ্যাপক হিসেবে রংপুর মেডিকেল কলেজে গাইনি বিভাগে কর্মরত ছিলেন। করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেলেও তার নামে এসেছে বদলির আদেশ!

ডা. জীবেশ কুমার প্রামাণিক। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বদলি করা হয়েছে বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী জেলা হাসপাতালে। গতকাল সোমবার (৫ জুলাই) তার বদলির আদেশ দেওয়া হয়। অথচ করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন আরও অনেক আগে!

এদিকে মৃত চিকিৎসকের নামেও বদলির আদেশ দেওয়াকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চরম দায়িত্বহীনতার নমুনা বলে মন্তব্য করেছেন একাধিক চিকিৎসক নেতা।

Yakub Group

এ ব্যাপারে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, যেসব চিকৎসক মারা গেছেন বা অবসরে গেছেন তাদের আপডেট তথ্য মন্ত্রণালয়ে নেই। তারা কীভাবে মন্ত্রণালয়ের বিশাল কাজকর্ম সামাল দেন তা নিয়ে আমরা হতাশ ৷

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm