মুহূর্তের আগুনে পুড়ে ছাই ৩ ভাইয়ের ঘর

কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন ভাইয়ের বসতবাড়ি। আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পুরাতন বাঘগুজারা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো -একই এলাকার মৃত আবুল আহমদের ছেলে নুরুল আমিন, নুরুচ্ছফা ও হাকিম আলী।

আরও পড়ুন: মাদারবাড়িতে ৩৩ ঘর পুড়ে ছাই౼’আগুন’ শুনেই স্ট্রোকে মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, আজ (সোমবার) সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ক্ষেতের কাজ করতে যান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। এ সময় নুরুল আমিনের রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বসতবাড়িগুলো পুড়ে যায়।

এছাড়া ভয়াবহ আগুনে রক্ষা পায়নি গবাদিপশু, হাঁস ও মুরগি। আগুনে তিনটি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান।

এদিকে ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলাকে সহযোগিতা করেন।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!