চকরিয়ায় হঠাৎ নিয়ন্ত্রণ হারাল ট্রাক, মুহূর্তেই ২ লাশ

চকরিয়ায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক-হেলপার নিহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকায় ১২ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দুপচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাটাইবাজারের গাবলা এলাকার আইয়ুব আলীর ছেলে ট্রাক চালক এরশাদ মণ্ডল (৩৮) এবং সিলেটের জাফলং গোয়াইনঘাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে হেলপার মো. সিব্বির আহমদ মারুফ (১৯)।

আরও পড়ুন: প্রাইভেট কারের ধাক্কায় মুহূর্তেই লাশ ট্রাফিক সার্জেন্ট

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার এসআই খোকন কান্তি রুদ্র বলেন, চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো ট-১৮-৮১২৩) কক্সবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর হারবাং ১২ নম্বর ব্রিজ এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হাইওয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় চালক এরশাদ ও হেলপার মারুফকে উদ্ধার করে। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন চৌধুরী বলেন, নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি হাইওয়ে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm