‘মুহূর্তেই হাওয়া’ মোবাইলের খোঁজে পুলিশ, জালে আটকাল ৪ চোর
নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে গত ১৫ দিন আগে মোবাইল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুরি যাওয়া ৫ মোবাইলসহ জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ আগস্ট (রোববার) পুলিশ জানায়, মামলার পর থেকে টানা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে চকবাজার থানা। তারা হলেন— মো. সোহাগ প্রকাশ ডেন্ডি সোহাগ, মো. রাসেল, মো. আকাশ ও মো. আরমান।
চকবাজার থানা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ভোর ৫টায় হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাস্টার্স শিক্ষার্থী দিবাকর দেওয়ানজী বন্ধুদের নিয়ে প্রতিদিনের মতো চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে ফুটবল অনুশীলন করছিলেন। খেলার প্রথমার্ধ শেষে এসে দেখেন মাঠের গোলবারের পাশে রাখা ব্যাগের ভেতর মোবাইল ফোন নেই। পরে এ ঘটনায় গত ২৭ জুলাই দিবাকর দেওয়ানজী থানায় একটি মামলা করেন।
মামলার পর প্রযুক্তির সহায়তায় নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘মামলার পর থেকে টানা অভিযান চালিয়ে ৪ জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
আরবি