মুহূর্তেই লাশ—কাভার্ডভ্যানকে ধাক্কা দ্রুতগতির বাসের

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নুরুল আনোয়ার হোসেন (৫৩) নামের এক বাসের হেলপার নিহত হয়েছেন।

রোববার (৭ নভেম্বর) রাত ৩টায় খইয়াছরা ইউনিয়নের আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আনোয়ার হোসেন চন্দনাইশের সেবন্দী ইউনিয়নের মৃত ফেরদৌস আহমদের ছেলে।

আরও পড়ুন: মুহূর্তেই লাশ—পথচারীর ওপর মিনিবাস তুলে দিয়ে পালিয়ে গেল চালক

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার রাত ৩টায় ঢাকাগামী একটি বাস মহাসড়কের সড়ক ডিভাইডার পেরিয়ে চট্টগ্রামগামী একটি কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মারা যান। তবে বাসের যাত্রীদের তেমন ক্ষতি হয়নি। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm