মুহূর্তেই গায়েব অটোরিকশা—পুলিশের জালে সেই চোর

মো. নুরু নবী, পেশায় অটোরিকশা চালক। চালকের বেশে ঘুরে বেড়ান শহরের অলিগলি। সুযোগ খুঁজেন রাস্তার পাশে কোনো চালক অটোরিকশা রেখে কখন খাবার খেতে যাবে। আর সেই সুযোগে মুহূর্তেই অটোরিকশা নিয়ে উধাও হয়ে যায় নবী।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) অভিযোগের ভিত্তিতে চোর নুরু নবীকে আটক করে বায়েজিদ থানা পুলিশ। এ সময় চুরি করা দুটি অটোরিকশাও উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গোয়েন্দার ফাঁদ—৬ অটোরিকশাসহ ধরা পড়ল ৬ চোর

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বিকালে নগরের আরেফিন নগর সানমারের সামনে রাস্তার পাশে অটোরিকশা পার্কিং করে ভাত খেতে হোটেলে ঢুকেন সোহেল। হোটেল থেকে বের হয়ে তিনি দেখেন অটোরিকশা নেই। অনেক খোঁজ করার পর না পেয়ে বায়েজিদ থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে চুরি করা দুটি অটোরিকশাসহ নবীকে আটক করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, অটোরিকশা চোরচক্রের সক্রিয় সদস্য মো. নুরু নবী। তিনি দীর্ঘদিন চালকের বেশে অটোরিকশা চুরি করে আসছিলেন। তার স্বীকারোক্তি অনুযায়ী দুটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!