চা দোকানে ইউপিডিএফ সদস্যদের টার্গেট করে জেএসএসের হামলা, মুহর্তেই লাশ ২

রাঙামাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই গ্রুপ ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের ২ জন নিহত এবং আহত হয়েছেন ১ জন।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন— জেএসএস সন্তু লারমা দলের কমান্ডার তুজিম চাকমা (৩৫) ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের বাঘাইছড়ির পরিচালক জানং চাকমা (৩০)। আহত হয়েছেন মো. মনু নামের এক যুবক।

আরও পড়ুন: ব্রিজের পাশে পড়ে ছিল যুবকের লাশ

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) দুপুরে রূপকারী ইউনিয়নের দুই কিলো এলাকায় দোকানে বসে ইউপিডিএফের সদস্যরা চা পান করছিলেন। এ সময় জেএসএস গ্রুপের সদস্যরা অতর্কিত হামলা চালালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান।

যোগাযোগ করা হলে বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!