মুরাদপুরে নিখোঁজ ছালেহ আহমদের পরিবারের পাশে থাকার ঘোষণা মেয়রের

নগরের মুরাদপুরে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ সবজি ব্যবসায়ী ছালেহ আহমদের পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে তিনি নিখোঁজ ছালেহ আহমেদ সওদাগরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এসময় মেয়র ছালেহ আহমদ সওদাগরের ছেলে, মেয়ে ও স্ত্রীকে সান্ত্বনা দেন। সন্তানদের পড়ালেখার খোঁজখবর নেন। তিনি এই পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। নিজের ওয়াল থেকে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে এ প্রতিশ্রুতির কথা জানান মেয়র।

আরও পড়ুন: ৩৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ‘বৃষ্টির পানিতে’—ভেসে যাওয়া লোকের

প্রসঙ্গত, বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে মুরাদপুর মোড়ে ভারী বর্ষণে পানির স্রোতে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন ছালেহ আহমেদ। দুর্ঘটনার পরপর তাকে উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

দুদিন ধরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৩ জন ডুবুরি, তাদের তিনজন সহকারী ও উদ্ধারকারী দলের তিন সদস্য অভিযান চালান। মুরাদপুর, কালুরঘাট, আশপাশের এলাকাসহ বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান চললেও ছালেহ আহমেদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সিএম/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!