মুফতি আব্দুস সালামের মৃত্যুর পর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) পদে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে শূরা কমিটির বৈঠক বসে। এ সময় মুফতি আব্দুস সালামকে মহাপরিচালক ঘোষণা করা হয়। এর পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরে বৈঠক শেষে ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন: খবর এলো হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক নির্বাচিত, পরপরই মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মাদ্রাসার শুরা সদস্য মাওলানা সালাহউদ্দিন নানুপুরী বলেন, সকালে শূরা কমিটির বৈঠকে মুফতি আব্দুস সালামকে মহাপরিচালক ঘোষণা করা হয়। এর পরপরই তিনি হঠাৎ মারা যান। সভা শেষে মুফতি ইয়াহিয়াকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মনোনীত করা হয়।
মুফতি আব্দুস সালামের মরদেহ হাটহাজারী মাদ্রাসায় রয়েছে বলে জানান তিনি।
আলোকিত চট্টগ্রাম