পটিয়ার মুজাফফরাবাদ কলেজের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম।
রোববার (১২ অক্টোবর) মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
মুজাফফরাবাদ কলেজের অধ্যক্ষ গত ২৪ জুলাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রণীত প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪(১) অনুযায়ী এই অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডহক কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা যাবে না। তবে কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে প্রবিধানমালা অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত গভর্নিং বডি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
অ্যাডহক কমিটির সদস্যরা হলেন— মোহাম্মদ ফরিদ উদ্দীন বেলাল সভাপতি (বোর্ড কর্তৃক মনোনীত), সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সদস্য সচিব (পদাধিকার বলে), নুরুল ইসলাম শিক্ষক প্রতিনিধি (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত) ও মুহাম্মদ জসীম অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)।
নতুর কমিটির সভাপতি অ্যাড. মোহাম্মদ ফরিদ উদ্দীন বেলাল বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সবাইকে নিয়ে পালন করার মধ্যদিয়ে কলেজের পড়াশোনার মানোন্নয়নে কাজ করে যাব।
কেএ/আলোকিত চট্টগ্রাম
