আমার নিষ্ঠার কাছে সব বাধা হার মেনেছে౼বীর মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষক সম্মেলন সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্বও করেন তিনি।

কলেজের প্রভাষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

আরও পড়ুন : ডিসেম্বর মাসকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মেজর মোস্তফার সহধর্মিণীসহ উপস্থিত ছিলেন শামীম রেজা, কাশফিয়া আলম দোলা, সামিনা জাহান, সৈয়দ মহমুদ আলী।

প্রধান অতিথি ড. শিরীণ আখতার বলেন, বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধার কলেজের মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, যিনি একাত্তরে সফল হয়েছেন, দেশের স্বাধিনতা ছিনিয়ে এনেছেন, সে মুক্তিযোদ্ধার এই প্রতিষ্ঠান সফল হবেই। এ প্রত্যন্ত অঞ্চল পরিণত হবে শিক্ষার বাতিঘরে।

কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব নজরী বলেন, মেজর মোস্তফা কলেজে এসএসসিতে ‘এ’ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ রয়েছে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়া ও বিনামূল্যে বই বিতরণসহ বৃত্তির সুব্যবস্থাও থাকবে।

মেজর মোস্তফা বলেন, এ কলেজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি ঘাটে ঘাটে বাধাগ্রস্ত হয়েছিলাম। কিন্তু আমার নিষ্ঠার কাছে সব বাধা একসময় হার মানে। সর্বশেষ ২০১৯ সালে কলেজটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। এ অঞ্চলটা একটা প্রত্যন্ত অঞ্চল। এ অঞ্চলের ছাত্রছাত্রীদের দূরের কলেজে পড়াশোনা করতে হয়। তাদের এ দুর্ভোগ যেন কেটে ওঠে এবং তারা যেন সহজে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করতে পারে এ লক্ষ্যে কলেজটি প্রতিষ্ঠা করেছি।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!