মিরসরাইয়ে হানাদারমুক্ত দিবস—মুক্তিযোদ্ধাদের ৩ দাবি

মিরসরাই হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে আজ বুধবার (৮ ডিসেম্বর)।

এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কবির আহম্মদ।

স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ­মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পোষ্যদের লেখাপড়া ও চাকরির ক্ষেত্রে কোটা পুনর্বহাল, শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক মুক্তিযুদ্ধ বিষয়াবলি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণ, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ মিরসরাইয়ের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিল্পকারখানায় মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্যদের কোটা ও অগ্রাধিকার ভিত্তিতে চাকরি প্রদান।

আরও পড়ুন : ডিসেম্বর মাসকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি

র‌্যালি ও স্মারকলিপি প্রদান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান রুহেল।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জসীম উদ্দিন। উপস্থিত ছিলেন মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শামছুল আলম দিদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানাসহ বীর মুক্তিযোদ্ধারা।

সভা শেষে মুক্তিযুদ্ধকালীন ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুল হককে ‘বিজয় ৭১ সম্মাননা ২০২১’ প্রদান করা হয়।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!