চট্টগ্রামের ‘ইকোনমিক জোনে’ এবার পুরুষের লাশ

মিরসরাইয়ে ইকোনমিক জোনের ৩ নম্বর স্লুইস গেট এলাকার পাশে অজ্ঞাত এক পুরুষের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।

আরও পড়ুন: সাজাপ্রাপ্ত দুই আসামিসহ মিরসরাইয়ে গ্রেপ্তার ৫

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি সমুদ্রের জোয়ারে ভেসে এসেছে। লাশের পিঠে কাটা দাগ রয়েছে এবং কিছু অংশে পচন ধরেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলেই বুঝবো এটা হত্যা নাকি মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm