মিরসরাইয়ে ৫ নারীকে ‘জয়িতা’ সম্মাননা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মিরসরাইয়ে ৫ নারীকে ‘জয়িতা’ সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় এ সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুন : মিরসরাইয়ে হানাদারমুক্ত দিবস—মুক্তিযোদ্ধাদের ৩ দাবি

এর মধ্যে অর্থনৈতিক সাফল্যে মোসাম্মৎ নাজমা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে খালেদা আক্তার, সফল জননী হিসেবে রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় নাছিমা আক্তার এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় মোছাম্মৎ মনোয়ারা বেগমকে সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষেে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জাহিউল হিকমা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, শিক্ষক প্রিয়তোষ নাথ, সুভাষ সরকার ও শাহ আলম।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!