মিরসরাইয়ে লোকালয়ে আহত ঈগল—বাঁচা নিয়ে সংশয়

মিরসরাইয়ে লোকালয় থেকে একটি বিপন্ন প্রজাতির ঈগলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটির উচ্চতা ৩ ফুট এবং ওজন ৯০০ গ্রাম।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিঠানালা ইউনিয়নের রাঘবপুর গ্রাম থেকে ঈগলটি উদ্ধার করা হয়।

গ্রামের বাসিন্দা শামসুল আলম টিপু জানান, আজ (মঙ্গলবার) বিকালে বাড়ির বাইরে বের হয়ে দেখি রাস্তা দিয়ে এক ছেলে ঈগলটিকে নিয়ে হেঁটে যাচ্ছে। তাকে ডেকে নিয়ে দেখলাম পাখিটি অসুস্থ, উড়তে পারছে না। শুনলাম গাছের মগডাল থেকে পড়ে আহত হয়েছে। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় বন বিভাগে খবর দিলে তারা এসে নিয়ে যায়।

আরও পড়ুন: মিরসরাই দাপিয়ে বেড়ানো ‘সাংবাদিক’ অলি কারাগারে

এ বিষয়ে মিরসরাই বন বিভাগের উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে ঈগলটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এ ধরনের পাখি এখন অনেকটা বিপন্ন। এটি ভারসাম্য রক্ষা করার পাশাপাশি পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে।

যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, ধারণা করছি ঈগলটি ওপর থেকে নিচে পড়ে যাওয়ার কারণে শিরদাঁড়া ভেঙ্গে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে পাখিটি বাঁচবে কিনা সে বিষয়ে নিশ্চিন্ত নয়।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm