মিরসরাইয়ে ইয়াবাসহ নারী-পুরুষ ৩ জন, সিআর ও জিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি ৫ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রোববার (৮ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার কানজরপাড়া এলাকার জকির আহমেদের স্ত্রী দিলোয়ারা (৪৫), জেলার ঈদগাঁও থানার নাপিতখালী এলাকার গুরা মিয়ার ছেলে আরিফুল (২০) ও রেহেনা (৪০)। তাদের কাছ থেকে ১৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া সিআর মামলায় সাজাপ্রাপ্ত (১ বছর) মিরসরাই উপজলোর কাজীর তালুক এলাকার মৃত বজলের রহমানের ছেলে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: লোহাগাড়ায় রাতের অভিযানে পুলিশের জালে ৫ যুবক
অপর অভিযানে জিআর পরোয়ানার ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. নুরুল মোস্তফা, শামসুল হুদা, ইউসুফ আলী ও আফাজ উদ্দিন।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার রাতের অভিযানে ১৪’শ পিস ইয়াবাসহ ২ নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ও জিআর পরোয়ানার ৪ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারদের আজ (সোমবার) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।