মিরসরাইয়ে বিদায়ীদের সংবর্ধনা দিয়ে দায়িত্ব নিলেন নতুনরা

মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়ন পরিষদের বিদায়ী সদস্যদের সংবর্ধনা ও নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিদায়ীদের সংবর্ধনা, নতুনদের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : মিরসরাইয়ে ভূমি অফিসের ‘বাইরের’ সেবায় সমাধান হচ্ছে দ্রুত

ইছাখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল মোস্তফার সভাপতিত্বে এবংইউনিয়নের সচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী নিজাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজম খাঁন ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম।

নবনির্বাচিত ইউপি সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু।

প্রসঙ্গত, ২০২১ সালের ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মিরসরাইয়ে ১৬ জন চেয়ারম্যান ও ১৯২ জন ইউপি সদস্য নির্বাচিত হন। ২৮ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে ১৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের এবং ৩০ ডিসেম্বর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ হয়।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!