মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে লরির ধাক্কা, যুবক নিহত

মিরসরাইয়ের হাদিফকিরহাট বাজারে লরির ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হযরত আলী (৩৬)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর গ্রামের সোবহান আলীর ছেলে।

আরও পড়ুন : রশি দিয়ে বেঁধে শিশুকে ধর্ষণ—মিরসরাইয়ের সেই ধর্ষক হাটহাজারীতে গ্রেপ্তার

ট্রাকের চাকা পরিবর্তন করার সময় পেছন থেকে আসা লরির ধাক্কায় নিহত হন হযরত। এ ঘটনায় তিনজন আহত হন। এদের মধ্যে একজন ট্রাকচালকের সহকারী একই এলাকার বাসিন্দা নয়ন (৩০) । আহত লরির চালক ও হেলপারের পরিচয় পাওয়া যায়নি।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহবুব বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাদিফকিরহাট বাজারে চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিলেন ট্রাকচালক হযরত। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি ধাক্কা দেয় ট্রাকে। এতে ট্রাকের নিচে থাকা চালক ঘটনাস্থলেই মারা যান। হেলপার গুরুতর আহত হন। এছাড়া আহত হন লরির চালক ও হেলপার।

নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!