মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবারও উপজেলা পর্যায়ে সেরা হয়েছে মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় (জেবি)। দাখিলে সেরা হয়েছে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা।
এছাড়া শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে বিশ্ব দরবার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর শাহ সূফী নুর মোহাম্মদ নিজামপুরী দাখিল মাদরাসা ও নুরুল উলুম ইদ্রিসীয়া দাখিল মাদরাসা।
এবার এসএসসি পরীক্ষায় ৪৬টি উচ্চ বিদ্যালয়ের ৫ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ২০০ জন। উপজেলায় শতকরা পাসের হার স্কুলে ৮৭ দশমিক ৫৩ এবং দাখিলে ৮২ দশমিক ২২। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১৬ জন। গত বছরের মতো এবারও উপজেলায় সেরা হয়েছে জেবি স্কুল।
এদিকে দাখিল পরীক্ষায় উপজেলার ২৬টি মাদরাসার ৯৩২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮১৪ জন। পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। শতভাগ পাস করেছে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা, সৈয়দপুর শাহ সূফী নুর মোহাম্মদ নিজামপুরী দাখিল মাদরাসা, নুরুল উলুম ইদ্রিসীয়া দাখিল মাদরাসা। সেরা বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা।
আরও পড়ুন: চট্টগ্রামে এসএসসিতে পাসের হারে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা, পিছিয়ে মানবিক
এছাড়াও কারিগরিতে পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। কারিগরিতে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন।
জেবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার বলেন, ২০০২ সাল থেকে এই পর্যন্ত এসএসসি ফলাফলের দিক দিয়ে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে জেবি স্কুল। এবারও এর ব্যতিক্রম হয়নি। এ বছর ২২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ১১৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া এ গ্রেড পেয়েছে ৯৮ জন এবং এ-মাইনাস পেয়েছে ৭ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন বলেন, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ২০০ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১৬ জন। এছাড়া দাখিল পরীক্ষায় ৯৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। কারিগরিতে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন।
তিনি আরও বলেন, এবারও উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় (জেবি)। দাখিলে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা। এছাড়া শতভাগ পাস করেছে বিশ্ব দরবার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর শাহ সূফী নুর মোহাম্মদ নিজামপুরী দাখিল মাদরাসা ও নুরুল উলুম ইদ্রিসীয়া দাখিল মাদরাসা। পাসের হারও সন্তোষজনক।
মন্তব্য নেওয়া বন্ধ।