মিরসরাইয়ে একদিনে ৬৯০০ জন পেল করোনার টিকা

মিরসরাই উপজেলার ৮ ইউনিয়নের ২৩টি কমিউনিটি ক্লিনিকে ৬ হাজার ৯০০ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে টিকা নিতে ভিড় জমায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ। এ সময় প্রতি ক্লিনিকে ৩০০ জন করে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।

আরও পড়ুন : মিরসরাইয়ের তিন ইউনিয়নেও ১৩-র চিত্র

এদিকে টিকাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিদা আক্তার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদ আরজু।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!